Header Ads

Header ADS

ম্যাগনোলিয়াম Magnolia

 

ম্যাগনোলিয়াম

ম্যাগনোলিয়া গাছটি উচ্চতায় ৫-৬ মিটার পর্য্ন্ত হয়ে থাকে। এর পাতা বড় পুরু। পাতা কাঁঠাল পাতার আকৃতির মতো। ফুল বড়, সাদা ও সুমধুর গন্ধযুক্ত, পাতার সৌন্দর্য্ ও ফুলের সৌরভের জন্য গাছটি সমাদৃত।

গ্রীষ্মের শেষ থেকে বর্ষার প্রথম পর্য্ন্ত ফুল দেখে যায়।

বংশবিস্তারঃ গুটি ও জোড় কলমের সাহায্যে বংশবিস্তার করা হয়।

রোপণকালঃ চারা রোপণের সময় বর্ষাকাল।

চাষপদ্ধতিঃ

১। জায়গা, মাটি নির্বাচনঃ ম্যাগনোলিয়া চাষের  জন্য উঁচু এঁটেল দোআঁশ মাটি ও রৌদ্রযুক্ত স্থান নির্বাচন করতে হবে।

২। গর্ত্ তৈরি ও সার প্রয়োগঃ ৬০ ৬০ সেমি আকারের গর্ত্ তৈরি করতে হবে। প্রতি গর্তে ৫ কেজি গোবর, ৫০ গ্রাম খৈল, ৫০গ্রাম টিএসপি সার দেয়া যেতে পারে । রোপণের ৩০ দিন পরে ২৫ গ্রাম ইউরিয়া, ১২ গ্রাম এমওপি সার দিতে হবে, বয়স্ক গাছের  জন্য উপরিউক্ত সার ২ কিস্তিতে গ্রীষ্ম ও শরৎকালে প্রয়োগ করা যায়।

বিবিধ পরিচর্যাঃ

১। বয়স্ক গাছের জন্য উপরিউক্ত সার বছরে ২ কিস্তিতে গ্রীষ্ম ও শরৎকালে প্রয়োগ করতে হবে।

২। গ্রীষ্মকালে সেচ ও খড়কুটা বিছিয়ে মালচিং এর ব্যবস্থা রাখতে  হবে ।

৩। বর্ষাকালে নিকাশের ব্যকস্থা ও আগাছা সাফ করা অন্যতম প্রধান পরিচর্যা।

হাসনাহেনা

হাসনাহেনা মাঝারি বৃক্ষ, সন্ধ্যায় ফুল ধারণ করে, চারদিক মোহিত করে তোলে, এ জন্যই এর আরেক নাম বৌ-পাগল।

হাসনাহেনা ২ মিটার পর্য্ন্ত উঁচু হয়। হাস্নাহেনা সারা বছর ধরেই ফুল দিয়ে থাকে।

বংশবিস্তারঃ প্রকৃত বীজ ও ফেকড়ি থেকে চারা তৈরি  করা যায়। গোড়ায় বহু সংখ্যক ফেকরি বের হয়ে গাছকে বিস্তৃত করে তোলা।

রোপণকালঃ জুন-আগস্ট মাসে হাসনাহেনার চারা তৈরি করা হয়।

বিবিধ পরিচর্যাঃ শীতের প্রারম্ভেই ছাঁটাই ও শুষ্ক মৌসুমে সেচ দেয়া উচিত । সেই সাথে বর্ষাকালে উত্তম নিকাশের ব্যবস্থা করতে হবে।

No comments

Theme images by Storman. Powered by Blogger.