Header Ads

Header ADS

চালতা Clever fruit

 

চালতা





চালতায় ক্যালসিয়াম ও শর্করা বিদ্যমান ।ক্যালসিয়াম, শর্করা, বিটা ক্যারোটিনভিটামিন বিভিটামিন সি, থায়ামিন, রিবোফ্লাবিন আমিষের মতো নানা ধরনের স্বাস্থ্য উপকারী উপাদান রয়েছে চালতায় চালতা হজমশক্তি বৃদ্ধিতে সহায়তা করে।
ঔষধিগুণঃ কচি ফল পেটের গ্যাস, কফ, বাত ও পিওনাশক । পাকা ফলের রস চিনিসহ পান করলে সর্দিজ্বর উপশম হয় ।
ক্যালসিয়াম, শর্করা, বিটা ক্যারোটিন, ভিটামিন বি, ভিটামিন সি, থায়ামিন, রিবোফ্লাবিন আমিষের মতো নানা ধরনের স্বাস্থ্য উপকারী উপাদান রয়েছে চালতায়।

চালতার উপকারিতা

চালতা হজমশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। ডায়রিয়া বদহজমে চালতা খান।
কৃমির বিরুদ্ধে লড়ার এক অসাধারণ ক্ষমতা আছে চালতার।
স্কার্ভি ভিটামিন 'সি' অভাবজনিত একটি রোগ। চালতায় রোগ থেকে সুরক্ষা পাওয়া যায়।
নিয়মিত চালতা খেলে কিডনি যেমন ভালো থাকে, তেমনই কিডনির রোগগুলোও থাকে দূরে
গলা ব্যথা, বুকে কফ জমা, সর্দি প্রতিরোধে রয়েছে এর অনন্য গুণ।
এতে হৃত্যন্ত্র যকৃত্ভালো রাখার প্রয়োজনীয় নানা উপাদান রয়েছে।
হাড়ের সংযোগস্থলের ব্যথা কমানো কানের যে কোন সমস্যায় এটি খেতে পারেন।
কুসুম গরম জলে এর রস একটু চিনি মিশিয়ে খেলে রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করবে।
পাকস্থলির আলসার সমস্যায় অনেক উপকারী।

চালতার ভেষজ গুণ--

রূপচর্চায় চালতা উপকারী। চালতার রস প্রতিদিন একবার চুলে লাগালে চুল পড়া বন্ধ হয়।
এর রস ত্বকে লাগালে বলিরেখা পড়ে না।
রক্ত আমাশয়ের জন্য চালতার কচি পাতার রস উপকারী।
কফ সর্দি নিরাময়ে গাছের ছালের গুঁড়ো ভালো কাজ করে।
চালতায় কি কি পুষ্টিগুণ আছে

No comments

Theme images by Storman. Powered by Blogger.